নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে চারটি মৃত দেহের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এরা হলো ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন জামগড়া পূর্বপাড়া মৃত অহেদ আলীর ছেলে আলতা (৩৫) ও লতিফ মিয়ার ছেলে শাহিদ (৩০)।
এ ঘটনায় সোমবার সকালে গোপালদী তদন্ত কেন্দ্রের এটিএসআই মামুন মিয়া বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় ধৃত ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে তাদের নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে স্থানীয় বিশ্বনন্দী ফেরিঘাট সংলগ্ন পুষ্টি গবেষণা ইন্সটিটিউট-এর সামনে চেকপোষ্টে একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় চারটি মৃত দেহের মাথার খুলিসহ দেহের বিভিন্ন অঙ্গের ৩৮৬টি হাড় উদ্ধার করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, র্দীঘদিন ধরে বিভিন্ন কবরস্থান থেকে মৃত দেহের কঙ্কাল চুরি করে আসছিল একটি চক্র। এর আগেও এই চক্রের বেশ কয়েকজন সদস্যকে আটক করা হয়।