আড়াইহাজারে মাদকসহ আটক-৩

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে পৃথক অভিযানে মাদকসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুলাই) রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। সোমবার (২৯ জুলাই) সকালে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন, হাটখোলার মানিক মিয়ার ছেলে জুম্মন, একই এলাকার নুরু মিয়ার ছেলে মোকবল হোসেন ও কালিয়াপাড়ার আব্দুল বাছেদ মিয়ার ছেলে মানিক। তাদের প্রত্যেকের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, জুম্মনের কাছ থেকে ১০টি ইয়াবা, মানিকের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও মোকবলের কাছ থেকে ১০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত