নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার সংবাদদাতা ) : আড়াইহাজারে এক পল্লী চিকিৎসক ভুল চিকিৎসা দেয়ায় মৎস্য ব্যবসায়ী জসিম উদ্দিন এর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাতে জসিম এ্যালার্জি জনিত রোগের চিকিৎসা নিতে গিয়ে এ ঘটনা ঘটে। জসিম উদ্দিন কালাপাহাড়িয়ার পূর্বকান্দি গ্রামের সুবেদ আলীর ছেলে। ঘটনার পর চিকিৎসক মফিজুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়।
পরে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ও কালাপাহাড়িয়া তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
পুলিশ জানায়, পূর্বকান্দি গ্রামের জসিম উদ্দিন এ্যালার্জি জনিত সমস্যায় ভোগছিলেন। রোববার রাতে পল্লী চিকিৎসক মফিজুল ইসলামের কাছে তিনি চিকিৎসা নিতে যান। এ সময় তাকে এ্যালার্জি পুরোপুরি নির্মূলের আশ্বাস দিয়ে তার শীরিরে ইনজেকশন পুশ করে দেন। এর আধা ঘণ্টার মধ্যেই তিনি মৃত্যু কোলে ঢলে পড়েন।
আড়াইহাজার থানার ওসি এম হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
এদিকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাক্তার হাবিব ইসমাইল ভূঁইয়া বলেন, পল্লী এলাকায় স্থানীয় কিছু ওষধ বিক্রেতা নিজেরা চিকিৎসক সেজে মানুষকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এরা ভুয়া চিকিৎসক, তবে সুনিদৃষ্ট অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।