আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। বুধবার (১ মে) রাতে উপজেলার সাতগ্রাম ইউপির পুরিন্দা এলাকার আব্দুল হান্নানের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় পাঁচ লাখ টাকার মাল লুট করে নিয়ে গেছে।

রাত পৌনে ২টার দিকে ১০ থেকে ১২ জনের একদল  ডাকাত ওই বাড়িতে হানা দেয়। সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি ভেঙে এক লাখ ৭০ হাজার টাকা, পাঁচ ভরি ওজনের স্বর্ণালঙ্কার এবং অন্যান্য মালসহ প্রায় পাঁচ লাখ টাকার মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

add-content

আরও খবর

পঠিত