নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে যমুনা বেগম নামের (৫৮) এক বৃদ্ধার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যমুনা খাতুনের বাড়ি মারুয়াদী বলে জানান তারা। শনিবার (১৫ জুন) বিকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ফকিরবাড়ি মারুয়াদী এলাকায় সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ওসি শফিকুল ইসলাম জানান, শনিবার বিকালে পথচারীরা এক বৃদ্ধাকে মারুয়াদী এলাকায় সড়কের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করে। তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে বৃদ্ধের মৃত্যুর কারণ জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।