আড়াইহাজারে বৃদ্ধাকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে বৃদ্ধা আমিনা বিবিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের মেয়ে আয়না বিবি বাদী হয়ে রোববার (৫ মে) বিকেলে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। তবে পুলিশ এখনো কাউকে আটক করতে পারেননি।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, অভিযুক্তদের শনাক্ত করার সর্বাত্মক চেষ্টা চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

এদিকে নিহতের মেয়ে আয়না বিবি জানান, আমিনা বিবি তার বাবার বাড়ি উলুকান্দীতে একাই থাকতেন। রাতে কে বা কারা তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এর আগে তার কান, নাক, গলা ও হাতে থাকা স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে। আমি খুনিদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

add-content

আরও খবর

পঠিত