নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক অভিযান চালিয়ে দুই নারীসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১১ সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ২৩ ডিসেম্বর শুক্রবার দুটি পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। র্যাব ১১ এর স্কোয়াড্রন লীডার (উপ-পরিচালক) এ কে এম মুনিরুল আলম এই বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানে তল্লাশি করে ৬২ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি প্রাইভেট কার, মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার ৮শত ৫৫ টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ৬ টি মোবাইল ফোন উদ্ধার করে র্যাব। গ্রেফতাকৃতরা হলো : মো. আব্দুর রহমান (২৫), মো. মহসিন (৩০), মো. ফুল মিয়া (৪০), দেলোয়ার হোসেন (২০), মোছা: মনোয়ারা বেগম (৫০) এবং পপি আক্তার (২৩)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারাণগঞ্জের আড়াইহাজার থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।