নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারের উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমনের মালিকানাধীন ঝাউগড়া এলাকায় জাহিন স্পিনিং মিলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। ৬ই জুন রবিবার রাত ৮টায় ঘটনাটি ঘটেছে । নিহত শ্রমিকের নাম আশিকুর রহমান (৩০)।
মিল কর্তৃপক্ষ জানায়, ওই সময় মিলের ইলেকট্রিশিয়ান মিস্ত্রি আশিকুর রহমান তার দায়িত্ব পালন কালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৪ তলা থেকে পাকাঁ রাস্তায় পরে গিয়ে গুরুতর আহত হয়। তাকে সঙ্গে সঙ্গে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে অবস্থা গুরুতর বিধায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আশিকের বাড়ি বরিশালে। সে আড়াইহাজার উপজেলার কামরানীরচরে শ্বশুর বাড়িতে থাকতো। তার শ্বশুরের নাম লিটু মিয়া বলে জানা যায়।