নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে এক সোলার শ্রমিকের মৃত্যুর হয়েছে। এ সময় আরো দুই শ্রমিক আহত হন। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঘানগরে এ দুর্ঘটনা ঘটে। মৃত সুমন উপজেলার ফতেপুর ইউপির বাগদীর সাদু মিয়ার ছেলে।
আহতরা হলেন, আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়ার বেনু মিয়ার ছেলে সেলিম ও বগাদীর রেউজল করিমের ছেলে ইব্রাহিম। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মল্লিক জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান (সাইফ পাওয়ার টেক) উপজেলার বিভিন্ন এলাকায় সৌরবিদ্যুৎ চালিত সৌলার প্যানেল স্থাপনের কার্যক্রম চালাচ্ছে। এতে অসাবধানতাবশত পাশে থাকা বিদ্যুতের সঞ্চালন লাইনে পড়ে যায় তিন শ্রমিক। এতে তারা বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই একজন মারা যান। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা দেয়া হয়েছে।
সাইদ পাওয়ার টেক-এর আড়াইহাজার শাখা ম্যানেজার মহিউদ্দিন বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ইউএনও সাহেব যা সিদ্ধান্ত দেবেন সেভাবেই কাজ করব।
আড়াইহাজার পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম সৈয়দা ফারাজানা ইয়াছমিন বলেন, বিদ্যুতের খুঁটির কাছে প্যানেল স্থাপনের সময় ঝুঁকি এড়াতে সঞ্চালন লাইন বন্ধ রাখা উচিত ছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্যানেল স্থাপনের সময় অবহেলা করে হয়ত বিদ্যুৎ বন্ধ রাখতে বলেননি।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।