আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে কাঁঠমিস্ত্রীর মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে জাকির হোসেন (২৫) নামে এক কাঁঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে আড়াইহাজার পৌরসভাধীন স্থানীয় নোয়াপাড়া এলাকায় চাল ব্যবসায়ী জজ মিয়ার মালিকানাধীন একটি মুরগির খাবারের টিনের সেটে কাজ করতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকের মৃত ঘোষণা করেন। নিহত জাকির হোসেন চাঁদপুর জেলার কচুয়াথানাধীন শাসনখোলা এলাকার এবাদউল্লাহর ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, কোনো প্রকার অভিযোগ না দেয়ায় ময়নাতদন্ত ছাড়া নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত