আড়াইহাজারে বিজয় দিবস পালিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে সোমবার (১৬ই ডিসেম্বর) মহান বিজয় দিবস পালন করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সোহাগ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন এ্যাসিল্যান্ড উজ্জল হোসেন, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান ঝর্না রহমান, গোপালদী পৌরসভার মেয়র আব্দুল হালিম সিকদার, আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম, থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, হাইজাদী ইউপি চেয়ারম্যান আলী হোসেন, উপজেলা এলজিইডির প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্তকর্তা সাঈদ মল্লিক ও উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে টিএইচও ডাক্তার হাবিব ইসমাইল ভূঁইয়া প্রমূখ। এ সময় পুলিশ, আনসার, মুক্তিযোদ্ধা সংসদ ও স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন ডিসপ্লে প্রর্দশন করা হয়।

এমপি নজরুল ইসলাম বাবু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের সর্বশ্রেষ্ঠ সময় রাজপথ আর কারাগারে বিলিয়ে দিয়ে আমাদের স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে ছিলেন। আর স্বাধীনতার স্বপ্নসাদ ১৬ ডিসেম্বর। তার প্রতিছবি আমাদের মুক্তিযোদ্ধারা। আমাদের প্রয়াত জাতির পিতা শেখ মুজিবকে সম্মান জানাচ্ছি। আর ৩০ লক্ষ্য বীর মুক্তিযোদ্ধা ও ৩ লক্ষ্য মা বোনের ইজ্জ্বত হরণ করে সেদিন আমাদের স্বাধীনতা দিয়ে ছিল।

ইউএনও সোহাগ হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ গর্বিত ও আত্মপরিচয়ে পরিচিত। বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে রুপান্তরের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আমাদের প্রিয় নেতা আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এমপি। আমি সকলের কাজে উদাত্ত আহবান জানাচ্ছি আপনারা আমাদের শ্রদ্ধেয় স্যারের হাতকে শক্তিশালী করে উন্নয়নের অগ্রযাত্রায় সকলে সম্পৃক্ত হবেন।

add-content

আরও খবর

পঠিত