নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে ডোবার পানি থেকে উদ্ধারকৃত বস্তাবন্দি যুবকের পরিচয় মিলেছে। উদ্ধার হওয়া বস্তাবন্দি লাশটি টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন ধনবাড়ি এলাকার মৃত সামছুল হকের ছেলে মামুন (৪৫) বলে জানিয়েছে পুলিশ৷
এর আগে গত রবিবার (৩ মার্চ) আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়ার চেঙ্গাকান্দি এলাকার আদম আলীর মালিকাধীন একটি ডোবা থেকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়৷ এদিকে মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবদের জন্য নিহত মামুনের স্ত্রী শারমিনকে আটক করেছে পুলিশ। স্ত্রী শারমিন স্থানীয় উচিতপুরা ইউপির বাড়ৈইপাড়া এলাকার আহাদ আলীর মেয়ে।
জানা যায়, ১৬ বছর আগে মামুনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে আঁখি নামে ১৫ বছর বয়সি এক সন্তান রয়েছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফাইজুল জানান, নিহতের স্ত্রী শরামিন লাশের পরিচয় শনাক্ত করেছেন। তবে হত্যার রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ করতে তাকে আটক করা হয়েছে।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, প্রকৃত অপরাধী কে বা কারা তা বের করতে সময় লাগবে। তবে নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।