নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে পূর্ব শত্রুতার জেরে ভাই বোনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (১ আগস্ট) ভোরে উপজেলার দুপ্তারা খানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার ভোরে খানপাড়া এলাকাতে হারিছের দুই ছেলে আলম খান ও নূরে আলম আরো কয়েকজন সন্ত্রাসী মিলে রশিদ খানের বাড়িতে গিয়ে তার টিনের ঘরের বেড়া ভাঙচুর শুরু করে। এতে রশিদ খানের ছেলে নাহিয়ান সাদী (২৯), দুই মেয়ে রিমা (৩২) ও তানহা (২৭) বাধা দিলে প্রতিপক্ষ তাদেরকে এলোপাথারী পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা তাদেরকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। স্থানীয়রা আহত অবস্থায় নাহিয়ান সাদী ও তার বোন রিমা এবং তানহাকে উদ্বার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। এ ব্যাপারে নাহিয়ান বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি অভিযোগ দাখিল করেন।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।