আড়াইহাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। ৩ই জানুয়ারি সোমবার রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদী ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী গ্রামে ঘটনা ঘটে।

নিহতরা হলেন : দুপ্তারা ইউনিয়নের বাজবী তাতিপাড়া গ্রামের মৃত রহম আলীর ছেলে আবু তালেব (৩৪) অজ্ঞাত নারী (৪৫) নারীর মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আবু তালেবের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন বলেন, রাত দেড়টার দিকে আবু তালেব উপজেলার শ্রীনিবাসদী থেকে বিয়ের দাওয়াত শেষে হোন্ডা দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বগাদী সিডি মার্কেটের সামনে এলে একটি বালুবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, একই দিন রাত ১০টার দিকে ঢাকাআড়াইহাজার সড়কে মারুয়াদী এলাকায় অজ্ঞাত নামা এক মহিলা সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার পরিচয় পাওয়া যায়নি।

add-content

আরও খবর

পঠিত