নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে বুধবার (৭ আগস্ট) সকালে ডোবার পানিতে ডুবে এক বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। নিহত কাউসার মাহমুদপুর ইউপির গহরদী এলাকার মালয়েশিয়া প্রবাসী আনোয়ারের ছেলে। বাড়ির উঠানে খেলার সময় সে নিখোঁজ হয়ে যায়। পরে বাড়ির পাশের ডোবায় তার মরদেহ ভেসে উঠে।
জরুরি বিভাগের চিকিৎসক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, কাউসারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসার শুরুর আগেই তার মৃত্যু হয়।