আড়াইহাজারে পাগলা কুকুরের কামড়ে বৃদ্ধের মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( এম এ হাকিম ভূঁইয়া ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাগলা কুকুরের কামড়ে আব্দুল ওহাব (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ১লা নভেম্বর শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। তিনি স্থানীয় ছোট ফাউসা এলাকার মৃত স্বপন আলীর ছেলে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ওহাব আলীর বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি পাগলা কুকুর হঠাৎ তার পায়ে কামড় বসিয়ে দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ডাক্তার আরিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

add-content

আরও খবর

পঠিত