নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার সংবাদদাতা ) : আড়াইহাজারে নবনির্বাচিত পৌরসভা মেয়র সুন্দর আলী পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছেন। সোমবার (১৩ আহস্ট) সকাল ১০টায় মেয়র নিজের হাতে পৌরসভার বিভিন্ন এলাকায় সাঁটানো পোষ্টার, বিলর্বোড ও ব্যানার অপ্রসারণ করাসহ রাস্তা ঝাড়ু- দিয়ে পরিস্কার করেন।
এসময় উপস্থিত ছিলেন, সাধারণ কাউন্সিলর মমিনুল ইসলাম শুভ, অহিজউদ্দিন, রাশেদুজ্জামান, জাহাঙ্গীর আলম, হাতেম আলী, বশীর উল্যাহ, শ্রী উদয়ন চন্দ্র বিশ্বাস, জাকির হোসেন ও সাদেকুর রহমান। সংরক্ষিত আসনের রাশিদা আক্তার, রীনা বেগম ও শামসুন নাহার। পৌরসভার সচিব তাসলিমা আক্তার, সহকারি প্রকৌশলী সাফায়েত সাদী, উপসহকারি প্রকৌশী মুজাহিদুর ইসলাম তোষার, প্রধানসহকারি মুহাম্মদ উল্যাহ, কোষাধক্ষ নাজমুল হাসান, করনির্ধারক রফিকুল ইসলাম প্রমুখ।
মেয়র বলেন, আমি একটি সুন্দর ও পরিচ্ছন্ন পৌরসভা জনগণকে উপহার দিতে চাই। এরই মধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খুব দ্রুতই এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।