নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে লালন নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ মার্চ) পুলিশ তাকে গ্রেফতার কেরে। লালন প্রভাকরদী এলাকার ইকবারদীর তারা মিয়ার ছেলে। তিন বছর আগে স্থানীয় এক মেয়েকে ধর্ষণ করে সে পালিয়ে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে ধর্ষণ আইনে একটি মামলা হয়।
এএসআই আমিনুল জানান, ২০১৫ সালের একটি ধর্ষণ মামলায় নারায়ণগঞ্জের আদালত থেকে সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ব্রাহ্মন্দী ইউপির ইকবারদী এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টেঁর পেয়ে আসামি লালন দৌঁড়ে পালানোর চেষ্টা করে। দীর্ঘক্ষণ পাকড়াও করার এক পর্যায়ে একটি বাড়িতে ঢুকে সে সৌচাগারে আত্মগোপন করে। পরে পুলিশ তাকে সেখান থেকে গ্রেফতার করে।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, ঘটনার পর সে পলাতক ছিল। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।