নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় ধর্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ। অভিযোগের দেওয়ার ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ মামলা গ্রহন করেনি। এদিকে ধর্ষিতা ও তার পরিবারকে ধর্ষক ও তার স্বজনরা অভিযোগ তুলে নিতে প্রাণ নাশের হুমকী দিলে ধর্ষিতার মা ধর্ষিতাকে নিয়ে থানায় আশ্রয় নেয়।
ধর্ষিতার পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা এলাকার দরিদ্র কুলির কন্যা (১৫) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে একই এলাকার রূপ মিয়ার ছেলে আরিফ (২২)।
এ প্রেমের সম্পর্ক বিবাহে রূপ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিগত ৬ মাস পূর্ব থেকে আরিফ তার প্রেমিকাকে বেশ কয়েকবার ধর্ষণ করে। সম্প্রতি ধর্ষিতা আরিফকে বিয়ের কথা বললে সে বিয়ে করবেনা বলে জানিয়ে দেয়। এ ঘটনায় ধর্ষিতা ২৩ আগস্ট শুক্রবার আড়াইহাজার থানায় ধর্ষক আরিফের বিরুদ্ধে একটি ধর্ষণের অভিযোগ দেন। ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগের বিষয়টি এলাকায় জানাজানি হলে ধর্ষক আরিফ ও তার পরিবার ক্ষিপ্ত হয়ে ধর্ষিতা ও তার মাকে অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকী দেয়। ২৫ আগস্ট রবিবার সকালে ধর্ষক ও তার পরিবারের হুমকীর মুখে ধর্ষিতা ও তার মা তাদের প্রয়োজনীয় মালামাল বস্তাবন্দী করে আড়াইহাজার থানায় আশ্রয় নেন।
ধর্ষণের অভিযোগের ঘটনাটির সত্যতা স্বীকার করে উপ-পরিদর্শক হুমায়ুন কবির বলেন, একদিন আগে অভিযোগটি পাওয়ার পর ঘটনাটি আমি তদন্ত করেছি। মেয়েটির পূর্বে একটি বিয়ে হয়েছিল। বর্তমানে অফিসিয়াল কাজে নারায়ণগঞ্জে আছি। থানায় এসে ব্যবস্থা নিব। ওসি (তদন্ত) সফিকুল ইসলাম জানান, বিষয়টি আবারো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।