নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে সোমবার দুই শতাধিক কিশোরীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে বিতরণ করা হয়েছে। স্থানীয় আতাদী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত মেয়ে শিক্ষার্থীদের মাঝে পিরিয়ডকালিন সময় ব্যবহারের এ উপকরুন বিরতণ করা হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে একটি প্রকল্পের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু। উপস্থিত ছিলেন ইউএনও সোহাগ হোসেন, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, নারী ভাইস চেয়ারম্যান ঝর্না রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষকা হাসিনা পারভীন, সহকারি শিক্ষক সবুজ ও শাহীন প্রমূখ।