আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-১২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছে। রবিবার (১২ মে) দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামে এই সংঘর্ষে ঘটনা ঘটে। আহতদের মধ্যে আকরাম আলী, রনি, ফারুক, রিপন, চিরতা বেগম, কুলসুম বেগম, লাকি বেগম, সুরিয়া ও সালমাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চৈতনকান্দা গ্রামের আক্রম আলী ও সমা মিয়ার লোকদের মধ্যে এই ঘটনা ঘটে। সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হন।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ব্যাপারে উভয় পক্ষই অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

add-content

আরও খবর

পঠিত