নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজার উপজেলার মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে তিনজন টেটাবিদ্ধসহ আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ১০ জন। বুধবার (১০ এপ্রিল) সকালে উপজেলার মেঘনা বেস্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের চরলক্ষ্মিপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থল ও এর আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষে টেটাবিদ্ধরা হলো, চরলক্ষ্মিপুর গ্রামের আব্দুর রশিদ, হানিফা, জুয়েল, আলম, শরীফ ও হক সাব । এদের মধ্যে আব্দুর রশিদের বাম হাতে একটি ও বামহাতসহ বুকে আরও একটি টেটাবিদ্ধ হয়। আহত টেটাবিদ্ধ তিনজনকেই মানিক মিয়া আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পরে সেখান থেকে তিন জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া আহত দিলুফা ও আলমশাহকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় মেঘনা নদীতে মাছ ধরা নিয়ে জসিম ও কামালের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকালে মেঘনা নদীর চরলক্ষ্মিপুর এলাকায় একইস্থানে উভয় পক্ষের লোকজন মাছ ধরার জন্য জাল ফেলে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রেসজ্জে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে তিনজন টেটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল ও এর আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।