নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ ছয় ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীনরা হলেন, গোপালদী পৌরসভার দাইরাদী এলাকার ওসমান মোল্লার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া আক্তার, পাঁচগাও চরপাড়া এলাকার সিরাজুল ভূঁইয়ার ছেলে বাসচালক মাছুম এবং শালমদী এলাকার আতাউর রহমানের ছেলে মোটর মেকানিক সজীব।
সজীবের বাবা আতাউর রহমান জানান, সে ঢাকার মতিঝিল এলাকায় মোটর মেকানিকের কাজ করে। মঙ্গলবার রাতে শরীরে জ্বর নিয়ে বাড়িতে আসে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সুমাইয়া জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। শরীরে জ্বর নিয়ে বাড়িতে ফেরেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের টিএইচও ডা. হাবিব ইসমাইল ভূঁইয়া বলেন, এ পর্যন্ত ছয় ডেঙ্গু রোগীকে শনাক্ত করতে পেরেছি। এর মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি আরো বলেন, শরীরে জ্বর অনুভব হলে প্রচুর পরিমাণ পানি পান ও তরল খাবার খেতে হবে। প্যারাসিটামল গ্রুত ব্যতিত অন্য কোনো ওষুধ সেবন করা যাবে না।