নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১ কেজি গাঁজা সহ ইয়াদ আলী (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত ব্যক্তি স্থানীয় ইলুমদী এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।
১৩ অক্টেবার রবিবার দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। এর আগে শনিবার রাতে স্থানীয় প্রভাকরদী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। স্থানীয় প্রভাকরদী এলাকার মোতালিবের কাচা বাজারের ব্রয়লার হাউজের সামনে গাঁজা বিক্রির জন্য অপেক্ষা করছিল। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। ডিবির উপস্থিতি টের পেয়ে এ সময় গ্রেফতারকৃত ব্যক্তি পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে তাকে ধরে ফেলা হয়। পরে পলিথিনে মোড়ানো একটি প্লাসটিকের ব্যাগে এক কেজি গাঁজা উদ্ধার আটক করা হয়।
এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর এসআই খোকন চন্দ্র সরকার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।