আড়াইহাজারে ডাকাত দলের ৫ সদস্য আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে শুক্রবার ভোরে ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এরা হলো রুপগঞ্জের গোলাকান্দাইল এলাকার হারুনের ছেলে কাসার আহমেদ (২২), একই এলাকার ইসলামের ছেলে রুবেল (২৯), স্থানীয় গোপালদী পৌরসভাধীন সদাসদী পূর্বপাড়া এলাকার হাছেনের ছেলে ফাহিম (১৯), হান্নানের ছেলে সাঈদী (২২) একই এলাকার খোকনের ছেলে আলাল (২২)। গোপালদী পৌরসভাধীন সদাসদী এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয় গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাসির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে ধৃত ফাহিমের বাড়িতে অভিযান চালানো হয়। এক পর্যায়ে তাদের আটক করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এস আই আরও জানান, তারা পাশ্ববর্তী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ চক্রের সঙ্গে আরো কারা জড়িত রয়েছে। তাদের আটকেও পুলিশের অভিযান চলছে।

add-content

আরও খবর

পঠিত