নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে বালুবাহী ড্রাম ট্রাক ও শ্রমিকবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই নারী শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১১ জন। ১১ই জানুয়ারি মঙ্গলবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন : উপজেলা শ্রনীনিবাসদী গ্রামের হাজেরা ও খাসেরকান্দি গ্রামের নাসিমা। তারা উজান গোপিন্দী স্পেনিং মিলের শ্রমিক। আহতদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিল ছুটি হওয়ার পর কোম্পানির লেগুনাতে করে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় বিনাইরচর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার চালকসহ সবাই আহত হন। আহতদের অধিকাংশের বাড়ি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আরও কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।