নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার সংবাদদাতা ) : আড়াইহাজারে মালবাহী ট্রাকের চাপায় আজহার হোসেন (৩০) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ আগস্ট) বিকালে আজহার মটরসাইকেলে করে পুরিন্দা থেকে কান্দাইল এলাকায় তার নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পুরিন্দা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজহার নরসিংদীর মাধবদী থানার কান্দাইল এলাকার আমদিয়া সামসুদ্দিন মিয়ার ছেলে। দূর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
এদিকে দূর্ঘটনার খবর বাড়িতে পৌঁছালে বিক্ষুব্ধ স্বজনরা ঢাকা সিলেট মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে। পরে আড়াইহাজার থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
আড়াইহাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক দূর্ঘটনা ও সড়ক অবরোধের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীণ রয়েছে।