নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজার উপজেলায় আট হাজার টাকার জাল নোটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে আড়াইহাজার উপজেলার মনোহরদী থেকে তাদের আটক করা হয়।
আটক তিনজন হলেন, নরসিংদীর কান্দাপাড়ার রশিদ মিয়ার মেয়ে রুবি ওরফে রুজি (৪৬), সোনারগাঁয়ের আলমদী গ্রামের ইসমাইলের স্ত্রী আসমা (৩২) ও নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সুদেবপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে জাহাঙ্গীর (৩০)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, উপজেলার মনোহরদী গ্রামে অবৈধ জাল টাকার লেনদেন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে আট হাজার টাকার জালনোটসহ ওই তিনজনকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি নজরুল।