নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার সংবাদদাতা ) : আড়াইহাজারে জাতীয় পার্টি (জাপা)র প্রার্থী কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও যুবসংহতির সভাপতি আলমগীর সিকদার লোটন ব্যাপক গণসংযোগ করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার গোপালদী ও রামচন্দ্রীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, থানা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট এমএ হান্নান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম মোল্লা, থানা জাতীয় পার্টির সহ–সভাপতি হাজী হেলালউদ্দিন, সিনিয়র নেতা আব্দুল রশীদ, সাংগঠনিক সম্পাদক আলম সিকদার, থানা যুবসংহতির সভাপতি জাহাঙ্গীর আলম, ছাত্রসমাজের সাধারণ সম্পাদক শুভ সিকদার ও সাংগঠনিক সম্পাদক শাহীন প্রমুখ।
লোটন সিকদার বলেন, পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ দল থেকে আমার মনোনয়ন চূড়ান্ত করেছি। একাদশ জাতীয় নির্বাচন যদি জাতীয় পার্টি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেয়। তাহলে আমাকেই জোট থেকেও দেয়া হবে।
তিনি আরও বলেন, আড়াইহাজারের মানুষ আগামীতে পরিবর্তন চাচ্ছেন। পরিবর্তনের এখন হাওয়া বইতে শুরু করেছে। জাতীয় পার্টি রাষ্ট্রক্ষমতায় আসলে সর্বক্ষেত্রেই দেশ ভালো চলে। দেশের মানুষ বর্তমানে একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে রয়েছেন। জাতীয় পার্টি মানুষকে শান্তি দিতে চায়।