আড়াইহাজারে ছেলে বাবাকে ছুরিকাঘাত করে আহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (আড়াইহাজার সংবাদদাতা) : আড়াইহাজারে ছেলের ছুরিকাঘাতে বাবা ছাত্তার গুরুতর আহত হয়েছেন ঘটনায় ছেলে জহিরুলকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। শনিবার রাতে স্থানীয় রামচন্দ্র এলাকায় ঘটনাটি ঘটে।

জহিরুলের বাবা ছাত্তারকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়

জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে দীর্ঘদিন ধরে বাবা ছাত্তারের সঙ্গে ছেলে জহিরুলের বিরোধ চলে আসছিল। শনিবার রাতে ফের তাদের মধ্যে নানা বিষয় নিয়ে ঝগড়া হয়।

এক পর্যায়ে ছেলে তার বাবার পেটে ছুরিকাঘাত করেন। পরে তার ভুড়ি বের হয়ে যায়। ঘটনাস্থল থেকে ছেলেকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছেন। ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

আড়াইহাজার থানা ওসি তদন্ত শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন

add-content

আরও খবর

পঠিত