আড়াইহাজারে ছেলেধরা সন্দেহে বৃদ্ধাকে গণপিটুনি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে ছেলেধরা সন্দেহে (৬৫) বছর বয়সী এক বৃদ্ধাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার সদর পৌরসভার মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত ) শফিকুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে ওই বৃদ্ধা উপজেলা পরিষদ মসজিদের আশে পাশে ঘুরা ফেরা করতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়।

তিনি আরো জানান, মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি, সে একজন মানষিক প্রতিবন্ধি। ভিক্ষা করতে ওই এলাকায় গিয়েছিল। মহিলার নাম রাবেয়া বেগম। গোপালদী পৌর সভার মোল্লার চর গ্রামে তার বাড়ী। এদিকে ছেলেধরা গুজবে কান না দেয়ার জন্য আড়াইহাজার থানা পুলিশের পক্ষ থেকে রোববার দিন ব্যাপী উপজেলার বিভিন্ন গ্রামে মাইকিং করে জনগণকে সচেতন করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত