নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে থানা ছাত্রলীগের উদ্যোগে বুধবার দুপুরে (কভিড-১৯) করোনাভাইরাস প্রতিরোধে আড়াইহাজার পৌরসভা বাজারে লোকজনকে সচেতন করার উদ্দেশ্যে মাস্ক, সাবান ও গ্লাভস বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ-২, আসনের এমপি নজরুল ইসলাম বাবু কর্মসূচির উদ্বোধ করেন।
থানা ছাত্রলীগের আহবায়ক কাজী রাজিবুল ইসলাম জুয়েলের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, এমদাদুল হক মিলন, নাইদুর রহমান লাফিজ, আল-আমিন মিয়া, মাহবুবুর সোহেব, নির্জল, সদস্য সাইফুল, আশাদ, অপু, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি আমির হোসেন, শরীফ, বর্তমান ভিপি রাজু আহমেদ, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রমজান প্রমুখ।
জুয়েল বলেন, থানা ছাত্রলীগের উদ্যোগে ৫৫০জন বিভিন্ন শ্রেণিপেশায় লোকের মাঝে সচেতনামূলক মাস্ক, সাবান ও গ্লাভস বিতরণ করা হয়েছে। আমাদের এই মানবিক সেবা অব্যাহত থাকবে।