নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা র্যালি বের করেন। তাতে স্থানীয় বিভিন্ন কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন। পরে স্থানীয় মুক্তিযোদ্ধা এসএম মাজহারুল হক অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু।
এসময় উপস্থিত ছিলেন, থানা ছাত্রলীগের সভাপতি মামুন অর রশীদ, সাধারণ সম্পাদক আসলাম পাঠান, পৌরসভা ছাত্রলীগের সভাপতি কাজী রাকিবুল ইসলাম জুয়েল, সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক ভিপি নাঈম আহমেদ মোল্লা ও আমির হোসেন প্রমুখ।