নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে চালু হচ্ছে বিআরটিসি এসি বাস সার্ভিস। গুলিস্তান থেকে সোনারগাঁয়ের মদনপুর হয়ে বিশ্বনন্দী মেঘনা ফেরিঘাট চলাচল করবে এ সার্ভিসটি। ফেরিঘাট থেকে গুলিস্তানে প্রাথমিকভাবে যাত্রীপ্রতি ভাড়া নির্ধারন করা হয়েছে ১১০টাকা। ফেব্রুয়ারিতে সার্ভিসটি উদ্বোধন করার কথা রয়েছে। পরিক্ষামূল ১৫টি বাস বরাদ্দ দেয়া হচ্ছে। বাঞ্চারামপুর, হোমনা, নবীনগর, মুরাদপুর ও আড়াইহাজারসহ প্রায় ১৮ থেকে ২০ হাজার যাত্রীর যাতায়তে ভোগান্তি লাঘব হচ্ছে।
স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু বলেন, আড়াইহাজারবাসীকে দেয়া নির্বাচনী অঙ্গিকার পূরণ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে পরিবহন সংকট চলছিল। প্রতিশ্রুতিগুলো একের পরএক বাস্তবায়ন করা হবে। ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ মাহবুবুল হক বলেন, ফেরিঘাট থেকে গুলিস্তানে ভাড়া নির্ধারন করা হয়েছে ১১০টাকা।
১৫টি বাস বরাদ্দ দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, এমপি নজরুল ইসলাম বাবুর ইচ্ছাতেই অতিদূত তম সময়ে মধ্যে এলাকারবাসীর দীর্ঘদিনের পরিবহন সংকট দূর হচ্ছে।