আড়াইহাজারে চলন্ত বাস থেকে পড়ে মা ও সন্তানের মৃত্যুর ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহি বাস থেকে পড়ে মা ও তার সন্তানের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। নিহত মানসুরার ভাই সুলাইমান বাদী হয়ে ১২ ডিসেম্বর বৃহম্পতিবার মামলাটি করেন। মামলায় ঢাকা মেট্রো -ব- ১৪-৮৯৭০ নাম্বার বাসের চালক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এজাহারে বাদী উল্লেখ্য করেন, ১০ ডিসেম্বর রাত পৌনে ৮টার দিকে বোন মানসুরা, জামাতা জাহাঙ্গীর আলম ও ছেলে আফিফ ঢাকা মেট্রো-ব- ১৪-৮৯৭০ নাম্বারের বাসযোগে মাধবদী থেকে পাঁচরুখী যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার থানাধীন শিমুলতলা বাসস্ট্যান্ড ওয়াসেক ফ্যাক্টুরির সামনে হঠ্যাৎ চালক গাড়ী ব্রেক করেন। এ সময় দরজায় দাঁড়িয়ে থাকা মানসুরার কোল থেকে তার সন্তান রাস্তায় পড়ে যায়। সন্তানকে উদ্ধার করতে গিয়ে মাও গাড়ী থেকে পড়ে যান। এ সময় চালক গাড়ী নিয়ে দ্রæত স্থানত্যাগ করার সময় পেছনের চাকায় পিষ্ট হয়ে মা ও তার সন্তান গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। বাদী এজাহারে ঘাতক বাসের চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার কথা উল্লেখ্য করেন। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম  মামলার বিষটি নিশ্চিত করেছেন।

add-content

আরও খবর

পঠিত