আড়াইহাজারে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লক্ষণ চন্দ্র দাস নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে পৌরশহরের ঝাউগড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত লক্ষণ চন্দ্র ওই এলাকার পানতুস চন্দ্র দাসের ছেলে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, বাড়ির পাশে গরুর ঘাস কাটতে যান লক্ষণ চন্দ্র। এ সময় স্থানীয় নাছিরের সেচ পাম্পের পাশে বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, এ ঘটনায় অভিযোগ পাইনি। পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

add-content

আরও খবর

পঠিত