আড়াইহাজারে ঘরের মাটির নীচে মিললো অজ্ঞাত যুবতীর লাশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামের একটি টিনের ঘরের মাটি খুড়ে সেখান থেকে অজ্ঞাত (১৮) যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৫ আগস্ট শনিবার বিকাল থেকে মাটি খুঁড়ে লাশ উদ্ধার শুরু করে পুলিশ। ধারনা করা হচ্ছে লাশটি এক সপ্তাহের বেশী সময় আগে এখানে পুতে রাখা হয়েছে। নিহতের নাম পরিচয় জানা যায়নি তবে তার পরণে হলুদ রঙের একটি জামা রয়েছে।

উপস্থিতিদের সুত্রে জানা যায়, জনৈক ডালিমের জমিতে তিনি ঈদের আগে থেকেই ঘর নির্মাণ করছিলেন। ঈদের আগে কাজ বন্ধ রেখে তারা চলে যান। ঈদের পর শনিবার থেকে আবারো কাজ শুরু করেন তারা। পরে কাজ করার এক পর্যায়ে মৃত মানুষের গন্ধে সন্দেহ হয় তাদের। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশে সংবাদ দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করতে কাজ শুরু করে।

পুলিশ স্থানীয়দের ধারণা, যেকোন ঘটনায় হত্যাকান্ডের পর নিহতের লাশ গুম করার উদ্দেশ্যে এখানে ঘরের নীচে পুতে রেখেছে অজ্ঞাতরা।

ঘটনাস্থলে যাওয়া আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শওকত জানান, ধারণা করা হচ্ছে হত্যাকান্ডের পর লাশ গুমের জন্য এখানে কেউ পুতে রেখেছিল। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। লাশটি উদ্ধারে কাজ করছে পুলিশ। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।

add-content

আরও খবর

পঠিত