নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার সংবাদ দাতা ) : আড়াইহাজারে গ্রিল কেটে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল লুট করে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাত ৩টায় নোয়া পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্ত মনির জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে মুখোশ পরিহিত ৮ থেকে ১০ জনের একদল দুস্কৃতিকারী নীচ তলার জানালার গ্রিল কেটে দ্বিতীয় তলা বিল্ডিংয়ে প্রবেশ করে। পরে তার এক ছেরে কক্ষে প্রবেশ করে তাকে জিম্মি করে ফেলেন। তাকে দিয়ে বাবা মনিরকে ঘুম থেকে ডেকে তুলেন। পরে তাকেও পিস্তল ঢেকিয়ে জিম্মি করে ফেলা হয়। পরে একএক করে বাড়ির সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা ও চোখ বেধে একটি ক্ষকে ফেলে রাখা হয়। ডাকাতরা পুরো ঘরের আসবাবপত্র প্রায় ৩০ মিনিট ধরে তান্ডব চালায়।
তিনি আরও বলেন, তারা আলমারী ভেঙে ৭২ হাজার টাকা, ১৮ ভরি স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামালসহ প্রায় ৯ লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলছে।