নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে একটি গ্রাম্য সালিশে অতর্কিত হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০জন। আহতদের মধ্যে কামাল (৬০), মিজান (৪৫) ও মালেক (৩৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় বিভিন্ন সেবাকেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে মিজানকে আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে স্থানীয় দয়াকান্দা দক্ষিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কামাল জানান, গণি মিয়া ও গোলাপ মিয়ার মালিকানাধীন দুইটি ট্রাক রয়েছে। ট্রাক দিয়ে এলাকায় জমি চাষাবাদ নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। উক্ত বিরোধ মীমাংশা করতে মঙ্গলবার রাতে সালিশ বসানো হয়। বিষয়টি মীমাংশার পূর্বমুহুর্তে গণি ও শওকত আলীসহ আরো কয়েকজন মিলে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে থাকা প্রায় ১০জন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।