নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে হালিমা বেগম (৫৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ ৫ই আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার গোপালদী পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের ভিটি কলাগাছিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের গলায় দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। নিহত হালিমা ওই গ্রামের আ: করিমের স্ত্রী।
আড়াইহাজার উপজেলার গোপালদী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এস আই) সফিউদ্দিন জানান, নিহত হালিমা বাড়ির পাশেই হাসান আলী নামক এক ব্যাক্তির নিকট তার একটি মেয়ে বিয়ে দেন। ঘটনার সময় হাসান আলী ও তার ভাই ইমাম আলী ঝগড়া লাগে। ঝগড়ার এক পর্যায়ে হালিমা গিয়ে জামাইয়ের ভাই ইমাম আলীর সাথে তর্কে জড়িয়ে যান এবং ঝগড়া থামানোর চেস্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইমাম আলী হাতে থাকা ছুরা দিয়ে হালিমাকে কোপ দেয় । এতে গলায় কোপ লাগলে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকা নেওয়ার পথে সে মারা যান। এই ঘটনায় হালিমার স্বামী আ: করিম ও আহত হয়।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, এই ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুুতি চলছে। আসামী গ্রেফতার অভিযান চলছে।