নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে রোকসানা আক্তার রুনা (২৭) নামে এক গামেন্টকর্মীর মৃত্যু নিয়ে ধ্রুমজালের সৃষ্টি হয়েছে। তিনি স্থানীয় মাহমুদপুর ইউপির কল্যানন্দী রগুনার্থপুর এলাকার মৃত কালু মিয়ার মেয়ে ও মারুয়াদী এলাকার পিতা অজ্ঞাত গোলজার হোসেনের স্ত্রী। তিনি রুপগঞ্জ এলাকায় অবস্থিত ফকিরা গামের্ন্টে কর্মরত ছিলেন।
মঙ্গলবার বেলা ১২টার দিকে পরিবার মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে মর্গে প্রেরণ করে। তবে নিহতের পরিবারের দাবি ছিল রুনা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সোমবার রাতে ভাড়াবাসায় মারা গেছেন। প্রীতি (৬) নামে তার এক সন্তান রয়েছে। ঘটনার পর স্বামী পালিয়ে গেছেন।
নিহতের ভাই কামাল জানান, স্থানীয় ছোট বিনাইচর এলাকায় কাইয়ুমের বাড়িতে তিন বছর ধরে ভাড়াবাসায় বসবাস করছিল রুনা। সে রুপগঞ্জ এলাকায় অবস্থিত ফকিরা গার্মেন্টে কর্মরত ছিল। ১০ দিন আগে তার সঙ্গে একই প্রতিষ্ঠানের শ্রমিক পরিবহনের চালক গোলজার হোসেনের দ্বিতীয় বিয়ে হয়।
তিনি আরও বলেন, সোমবার রাত চারটার দিকে স্টোক হয়ে হঠ্যাৎ তার মৃত হয়। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে যে কথা উঠেছে, এটি সম্পূর্ণ গুজব ও মিথ্যা। আমাদের শক্রপক্ষের কেউ এ গুজব ছড়িয়েছেন। কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।
এদিকে বাড়ির মালিক কাইয়ুম বলেন, স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রকার ঝগড়াঝাটির ঘটনা ঘটেনি। আমার জানা মতে তারা সুখীই ছিল।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।