নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজার থানাধীন মানিকপুর গ্রাম এলাকায় থেকে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম মো. আব্দুল মতিন (৬০)। সে উপজেলার মানিকপুর পূর্ব পাড়া এলাকার প্রয়াত রহিম বক্সের ছেলে।
র্যাবের সিপিএসসি সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, আটককৃতের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।