আড়াইহাজারে গণধর্ষনের শিকার শিশু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার সংবাদদাতা ) : আড়াইহাজারে ১৩ বছরের শিশু গণধর্ষণের শিকার হয়েছে। ৩০ জুলাই সোমবার রাতে উপজেলার সদর পৌরসভার দাসপাড়া গ্রামে এই ঘটনা ঘটায়। ঘটনায় ধর্ষিতার খালা বাদী হয়ে ৩ লম্পটকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, নির্যাতিত শিশুটি গত এক বছর ধরে তার খালার বাড়ী দাসপাড়া (খোচপাড়া) গ্রামে বসবাস করে আসছিল। সোমবার রাত ৮টায় দাসপাড়া গ্রামের লিটন মিয়ার ছেলে সাব্বির (১৮) তাকে বাড়ী থেকে ডেকে রাস্তায় নেওয়ার চেষ্টা করে। তখন শিশুটি অস্বীকার করলে সাব্বির তাকে মুখে চেপে ধরে উৎপেতে থাকা সাব্বিরের সহযোগি দাসপাড়া গ্রামের আনোয়ারের ছেলে শাহআলম (১৮) ও মোসলেহ উদ্দিনের ছেলে রানাসহ (২০) অজ্ঞাত আরো ২ থেকে ৩ জন এসে দাসপাড়া একটি বাগে নিয়ে মুখ চেপে ধরে প্রথমে সাব্বির ধর্ষণ করে। লম্পটরা ধর্ষণ শেষে শিশুকে ফেলে দিয়ে চলে যায়। পরে ধর্ষিতার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।

পুলিশ পরিদর্শক আরো জানান, থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষা করার জন্য মঙ্গলবার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শিশুটির বাবা বেচেঁ নেই। আর মা জর্দানে থাকে বলে জানা গেছে।

add-content

আরও খবর

পঠিত