আড়াইহাজারে কঙ্কাল চুরি করে বিক্রি, আটক ৪

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে কঙ্কাল চুরি করে বিক্রির অপরাধে চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ জুলাই) বিকেলে আটকদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

আটকরা হলেন, ময়মনসিংহের কোতোয়ালির নয়াপাড়ার নুরুল ইসলামের ছেলে সোহেল মিয়া, হালুয়াঘাটের বাউসা এলাকার আমির হোসেনের ছেলে আব্দুল জলিল, জামালপুরের সিহাটা বাজার বাকাইল এলাকার আনসার আলীর ছেলে সুমন মিয়া ও মৌলভীবাজার কুলাউড়া থানার দক্ষিণ ইসলামাবাদ এলাকার নাসির দর্জির ছেলে রাহেল।

এর আগে শুক্রবার উচিরপুরা বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের সামনে থেকে পলিথিনে মোড়ানো মানুষের কঙ্কালের ২৯৬টি হাড় ও সর্বমোট ৪৫০টি হাড়সহ তাদেরকে আটক করা হয়। আড়াইহাজার থানার এএসআই ফরহাদ আলী জানান, তারা দীর্ঘদিন ধরেই মানুষের কঙ্কাল বিভিন্ন হাসপাতালে বিক্রি করে আসছিলো।

add-content

আরও খবর

পঠিত