আড়াইহাজারে কঙ্কালসহ গ্রেফতার দুই জন রিমান্ডে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আড়াইহাজারে মানুষের কঙ্কালসহ গ্রেফতার দুই ব্যক্তির ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলমের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।

রিমান্ডকৃতরা হলেন, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জামগড়া গ্রামের আহেদ আলীর ছেলে আলতাফ (৩৫) ও একই এলাকার লতিফের ছেলে শহীদ (২৫)।

প্রসঙ্গত, গত রোববার (২২ ডিসেম্বর) উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে দুটি ব্যাগ ভর্তি  চারজন মানুষের কঙ্কালসহ আসামিদের গ্রেপ্তার  করা হয়। গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কয়েকটি টিম ফেরিঘাট অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে একটি বাস তল্লাশি করে দুটি ব্যাগে রাখা চারজন মানুষের কঙ্কালসহ ২ জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে যে তাদের এক হাজার টাকার বিনিময়ে ফেরিঘাট থেকে কঙ্কালগুলো রাজধানীর গুলিস্তানে পৌঁছে দেওয়ার কথা ছিলো। এর আগেও তারা এরকম কয়েকটি হাত বদল করেছে। পরে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করা হয়।

add-content

আরও খবর

পঠিত