নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২০ পিস ইয়াবাসহ মোজ্জাফফর (৩৯) নামে এক মাদক ব্যবাসীকে আটক করেছে পুলিশ। গত ১৯ আগস্ট সোমবার রাতে রামচন্দ্রী দক্ষিণপাড়া তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে স্থানীয় রামচন্দ্রী দক্ষিণপাড়া এলাকার মৃত মঙ্গল মিয়ার ছেলে।
এএসআই অজিত চন্দ্র বিশ্বাস জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়িতে ইয়াবা বিাক্রি করার সময় ২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আড়াই হাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।