নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে ইয়াবাসহ সোহেল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার কদম আলীর চকে ইয়াবা বিক্রি করার সময় তাকে আটক করা হয়। আটক সোহেল স্থানীয় ভল্লবদী পশ্চিমপাড়া এলাকার ইমাম আলীর ছেলে।
আড়াইহাজার থানা এএসআই আমিনুল ইসলাম বলেন, এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ৫২টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার নামে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।