নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৮০ পিস ইয়াবাসহ বিল্লাল সরকার (৩৮) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে স্থানীয় বিশ্বনন্দী ইউপির কড়ইতলা এলাকার অহিদউল্যাহ সরকারের ছেলে। ১২ ডিসেম্বর বৃহম্পতিবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। ১১ ডিসেম্বর বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় বিভিন্ন অপরাধে পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাসির আহমেদ বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা (ট্যাবলেট) বিক্রি করে আসছিলেন। গোপন সংসাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।