আড়াইহাজারে ইজিবাইক চাপায় শিশু নিহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার সংবাদদাতা ) : আড়াইহাজারে ইজিবাইক চাপায় রুমী আক্তার (৮) নামে এক শিশুর কন্যা নিহত। শুক্রবার সকাল ১০টায় কালাপাহাড়িয়া-রাধানগর সড়কে এ ঘটনা ঘটে। নিহত রুমী উপজেলার কালাপাহাড়িয়া হাজীরকেট পূর্বপাড়া এলাকার জাহেদ আলীর মেয়ে।

আহত শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিশুটি ইজিবাইকের চাপায় মারাত্মক আহত হয়েছে বলে তার স্বজনদের মাধ্যমে জানতে পেরেছি। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে।

কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের ওসি ইমানুর বলেন, ব্যাটারী চালিত ইজিবাইক এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। চালক পালিয়ে গেলেও গাড়ীটি আটক করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত