নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আড়াইহাজার উপজেলায় রোববার দিনব্যাপী ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় এক হাজার ২শত জন করাদাতা সেবা গ্রহণ করেন। মোট রিটার্ন দাখিল করা হয়েছে ৮৫২টি, মোট ই-টিআইএন গ্রহণ করেন ৪ জন এবং ৬ লাখ ৩৮ হাজার ৩৪৮ টাকা আয়কর আদায় করা হয়। দিনের শুরুতে আড়াইহাজার পৌরসভা চত্বরে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া।
কর অঞ্চল-নারায়ণগঞ্জের সহকারী কর কমিশনার মো. জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে এসময় উপস্থিতছিলেন, ইউএনও সুরাইয়া খান, আড়াই হাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, বাংলাদেশ ট্যাক্সেস এমপ্লয়ী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি লোকমান আহমেদ প্রমুখ।